সিলেট এবং ভূমিকম্প

১৮৯৭ সালের পূর্বে সিলেট শহরের সকল বাড়িঘর এক বা দুইতলা দালানকোঠা ছিল । ১৮৯৭ সালের ভূমিকম্পে প্রায় সকল দালানকোঠা ধ্বংস হয়ে যায় । এই ধ্বংসের অবিজ্ঞতা থেকে পুরা বৃহত্তর আসাম এলাকার জন্য নতুন পদ্ধতিতে বাড়িঘর তৈরীর নকশা দেওয়া হয় । যার নাম দেওয়া হয় ‘আসাম টাইপ সেমি পাক্কা হাউস ।’
এই পদ্ধতিতে তৈরী সবগুলো বাড়িই ভূমিকম্প প্রতিরোধক । নিচের ছবির দৃষ্টিনন্দন বাডিগুলো সেইভাবেই তৈরী করা হয় , যার একটিও আজ অবশিষ্ট নেই । এই বাডিগুলো কালের আবর্তে হারিয়ে যায় নি । আপনি , আমি এগুলো ধ্বংস করে এইসব জায়গাতে ইট-কনক্রিটের দৃষ্টিকটু বস্তি তৈরী করেছি কেবল আর্থিক দিক বিবেচনা করে !
আগামী মহাভূমিকম্পের পর ইট- কনক্রিটের ধ্বংসস্তুপের নিচথেকে বাহির হয়ে কোন এক সিলেটি আক্ষেপ করে নিশ্চয় বলবে ,’ আমাদের কাছে তো এই মহাপ্রলয় থেকে বাঁচার বিকল্প ছিল একসময় ।’ এবিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত ।
লেখক : জার্মান প্রবাসী ও লেখক
নীরব চাকলাদার

মন্তব্য করুন: