তাহিরপুরে ভূমি উন্নয়ন কর আদায়ে আশীষ চক্রবর্তী’র সাফল্য

সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অধিক ভূমি উন্নয়ন কর আদায়ে অসামান্য দক্ষতা দেখিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আশীষ কুমার চক্রবর্তী। উপজেলার ৬০ হাজার ৯শত ৬২.২৭ একর বিভিন্ন শ্রেণীর ভূমির উপর ২০২৪-২৫ অর্থবছরের নির্ধারিত ভূমি উন্নয়ন কর (খাজনা)'র লক্ষ্যমাত্রা ধরা হয়ে ছিল মোট ৯০ লক্ষ ৪৩হাজার ৬শত৭ টাকা। দুইটি ডিহিভাটি অফিসে বিভক্ত, শ্রীপুর ইউনিয়ন ভূমি অফিস ডিহিভাটির আওতায় ৫৯ লক্ষ ৭হাজার,৭শত ২৪ টাকা লক্ষ্য মাত্রা ধরা হয়। দক্ষ তহসিলদার আশীষ কুমার চক্রবর্তী দিন- রাত কঠোর পরিশ্রম করে৭ মাসে আদায় করেন ৮৪ লক্ষ টাকা। (প্রায়) ১৩৬%।
অপর দিকে তাহিরপুর ডিহিভাটি ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর এর লক্ষ্য মাত্রা ছিল ৩১লক্ষ ৩৫ হাজার ৮শত ৮৩টাকা।এখানে আদায় হয়েছে মাত্র ২৫লক্ষ ২৫ হাজার ৭শত ৮৫টাকা। এর থেকে ৫৮ লক্ষ ৭৪ হাজার ২শত১৫ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করে
রেকর্ড গড়েছেন তিনি। পেয়েছেন উর্ধতন কতৃপক্ষের প্রশংসা। তবে যৌথভাবে উপজেলায় ভূমি উন্নয়ন কর আদায়ের এর লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে। প্রায় ১ কোটি ৯ লক্ষ ২৫ হাজার ৭ শত ৮৫ টাকা আদায় হয়েছে। যার ১২০.৮১% ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে।
সূত্রে জানা গেছে, অফিসটি বর্তমানে উপজেলায় ভূমি রাজস্ব আদায়ে শীর্ষ অবস্থানে রয়েছে। তহশিলদার আশীষ কুমার চক্রবর্তী সততা, কঠোর পরিশ্রম ও জনবান্ধব সেবার কারণেই এই সফলতা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সুধীজন।
উল্লেখ্য, তিনি নিয়মিত ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের দ্বারে দ্বারে গিয়ে কর সচেতনতায় ভূমিকা রেখেছেন। ডিজিটাল পদ্ধতিতে কর গ্রহণ, দালালমুক্ত সেবা ও দুর্নীতিবিরোধী অবস্থানে তিনি ছিলেন অনড়।
আশীষ চন্দ্র দাস বলেন,এটা শুধু আমার কাজ নয়, জনগণ এবং প্রশাসনের সহযোগিতায় আমরা এই সফলতা পেয়েছি। সবাই নিয়মিত কর দিলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।
জানে আলম জানান, ভূমি অফিসে কোনো বাড়তি হয়রানি ছাড়াই কর পরিশোধ করা যাচ্ছে, যা আগে কল্পনাও করা যেত না।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম জানান, ২০২৪-২০২৫ইং অর্থ বছরে নির্ধারিত ভূমি উন্নয়ন কর এর লক্ষ্য মাত্রা ফলপ্রসু হয়েও,অধিক হয়েছে। এজন্য দায়িত্ব শীল সহকারী ভূমি অফিসারগণ কে ধন্যবাদ, বিশেষ করে আশীষ কুমার চক্রবর্তী নিরলস ভাবে কাজ করছেন।নি:সন্দেহে তার এই কাজ প্রশংসার দাবিদার এবং অন্য কর্মকর্তাদের জন্য তাকে মডেল হিসেবে অনুসরন যোগ্য।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: