আপার, লোয়ার ও আঙ্কেল প্রসঙ্গ
Post Top Ad

আপার, লোয়ার ও আঙ্কেল প্রসঙ্গ

০৩/০৬/২০২৫ ১১:০৮:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কিছুদিন আগে আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে ফেরার পথে এক বড়ো মুদির দোকানে পুরোনো চালের সন্ধান করলাম। দোকানীকে জিজ্ঞেস করলাম, “পুরান আতপ চাউল আছেনি?” প্রায় আমার সমবয়সী দোকানী বললেন, “জ্বি, আঙ্কেল।”

কী বিষয়, আমি তো ছোট বাচ্চা না যে আদর করে, মায়া করে আঙ্কেল ডাকবে। আর তাঁর চাচার বয়সীও তো নই।  

পুরান চাউল নিতে গিয়ে আমাকেই উল্টো পুরান চাউল বানিয়ে দিয়েছে। 


যাক,  চাল কিনে ফেরার পথে চিন্তাটা কুড়ে খাচ্ছে তো খাচ্ছে। আমার স্ত্রী বললেন, “মাথাব্যথার কারণ নেই। এটা ব্যবসায়িক ভাষা, সামাজিক ভাষা নয়। আসলে এটার অর্থ , ‘আছে  ভাই।” আরেকটা বিষয়ের উপলব্ধি হল, আমার স্ত্রীর আকল ‘আপার’, আমারটা ‘লোয়ার’। মনে পড়ল এক সময়ের দেশীয় মুড়ির টিন খ্যাত বাসের আপার ও লোয়ারের কথা। আরেকটা বিষয়ে ‘আপার’ ছিল। সেটা হল, সরকার এক সময়ে এলএমএফ ও এলএমপি ডাক্তারদের এমবিবিএস ডিগ্রি প্রদান করায় পাঁচ বছর মেয়াদী মূলধারার মেডিক্যাল শিক্ষার এমবিবিএস ডিগ্রিধারী  ডাক্তাররা এমবিবিএস লিখে সাথে আরও লিখতেন বিএইচএস (আপার)।  বিএইচএস মানে ছিল ‘বাংলাদেশ হেলথ সার্ভিস।  আপার লেখার মানে ছিল এমবিবিএস, দ্য ফার্স্ট ক্যাটাগরি। ভাবখানা ছিল, ওই বেটারা এমবিবিএস, দ্য সেকেন্ড ক্যাটাগরি বা ‘লোয়ার’। এমবিবিএস এর ক্ষেত্রে ‘লোয়ার’ এর লিখিত ব্যবহার ছিল না, এটা ইমপ্লাইড ছিল। একইভাবে, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা  ইঞ্জিনিয়ারদের মধ্যে স্নায়ুর লড়াই আছে। একদল নিজেদের ইঞ্জিনিয়ার বলেন, অন্যদল নিজেদের বলেন প্রকৌশলী। কল্পনা করলাম দুই পরোটার মধ্যেও স্নায়ুর লড়াই হতে পারে। একজন বলবে, আমি প্যাকেটের আটার পরোটা, আর তুমি বস্তার খোলা আটার পরোটা। আমি শ্রেষ্ঠ। আমার সাথে প্রোডাক্ট নেম ছাড়া তোমার মিল নেই, তুলনা চলে না। তুমি আমার সমকক্ষ নও ।“ একটু দম ধরে বস্তার আটার পরোটা বলল, “স্বর্গে বা নরকে যেখানেই যাই, আগামীকাল সকালে এক সাথেই যাব।” 


ভাতিজার বদলে বন্ধুর সন্ধান আবিষ্কৃত হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরে পেলাম।


লেখক পরিচিতি

মিহিরকান্তি চৌধুরী

লেখক, অনুবাদক ও নির্বাহী প্রধান, টেগোর সেন্টার সিলেট।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad