কমলগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগের রমরমা ব্যবসা
Post Top Ad

কমলগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগের রমরমা ব্যবসা

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৭/০৯/২০২৫ ২২:১৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যবসা রমরমা আকার ধারণ করেছে। এসব সংযোগের কারণে জনজীবনে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়েছে। বিশেষ করে বাঁশের খুঁটি ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে তার টেনে সংযোগ দেওয়ায় বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।


দেখা গেছে, কমলগঞ্জ-শমশেরনগর সড়কের পাশের আলীনগর চা বাগানের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মহসিন আলী রাস্তার ধারে একটি ঝুপড়ি ঘরে অবৈধ সংযোগ নেন। কিন্তু সেখান থেকে প্রায় ৬থেকে ৭টি বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিয়ে মুরগির ফার্ম চালাচ্ছেন।


স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ সংযোগে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া উপজেলার শমশেরনগর, আলীনগর, মাধবপুর, ভানুগাছ ও শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকা ঘিরে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও কলোনিতে একইভাবে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। লাইট, ফ্যান, ফ্রিজ, ইলেকট্রিক আয়রন এমনকি হোটেল ব্যবসায় এসব সংযোগ ব্যবহার করা হচ্ছে। অবৈধ ব্যবহারকারীরা মাস শেষে ১৫০০ টাকা পর্যন্ত বিল পরিশোধ করেন বলে জানা গেছে।


স্থানীয়রা অভিযোগ করেছেন, পল্লী বিদ্যুৎ কর্মীরা এসব অবৈধ সংযোগে প্রত্যক্ষভাবে জড়িত। ফলে সরকার প্রতি মাসে কয়েক লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।


তবে কমলগঞ্জ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার সাদেক মিয়া দাবি করেছেন, আমরা অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কেউ তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।


ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, যারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad