শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার
Post Top Ad

শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১২/০৯/২০২৫ ১৯:৪৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ মো. হাবিব উল্লাহ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর এলাকার কৈশর হাজী মার্কেটের সামনে চেকপোস্ট পরিচালনা করে।


চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। যাত্রীবসার সিটের পিছন থেকে একটি কাগজের কার্টুন ও সাদা প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ধরনের ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হাবিব উল্লাহ শ্রীমঙ্গলের টিলাগাঁও  (হুগলিয়া) গ্রামের আজিম মোল্লার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad