যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ৪ জনকে কারাদণ্ড
Post Top Ad

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান

যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ৪ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২২/০৯/২০২৫ ২০:২৪:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। অভিযানকালে তিনি পুলিশ ফোর্সের সহায়তায় চারজন বালু খেকোকে আটক করেন। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাচ্চু মিয়া (৪০), পিতা আব্দুল জব্বার, সাং মনবেগ, ইছব আলী (৩০), পিতা তাহের আলী, সাং মিয়ারচর, মাসুক মিয়া (১৯), পিতা আবুল কাশেম, সাং মিয়ারচর, থানা বিশ্বম্ভরপুর, প্রলয় দাস (৫২), পিতা রামগোবিন্দ দাস, সাং উজ্জলপুর, থানা জামালগঞ্জ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আটক ও সাজাপ্রাপ্তদের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad