শ্রীমঙ্গলে শ্মশানঘাট থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার
Post Top Ad

শ্রীমঙ্গলে শ্মশানঘাট থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৩/০৯/২০২৫ ২৩:৪৪:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি শ্মশানঘাট থেকে প্রায় ১৪ ফুট দীর্ঘ ও ২৫ কেজি ওজনের এক বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেটি রোডের নাথ সম্প্রদায়ের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, শ্মশানঘাট পরিষ্কার করার সময় হঠাৎ বিশাল আকৃতির সাপটি চোখে পড়লে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।


খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


স্বপন দেব সজল বলেন, “অজগরটি দেয়াল ঘেঁষে শান্তভাবে অবস্থান করছিল। সতর্কতার সঙ্গে আমরা সেটিকে উদ্ধার করি। বন্যপ্রাণীকে রক্ষা করা সবার দায়িত্ব।”


পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ জানান, সাপটি দেখে এলাকাবাসী আতঙ্কিত হলেও তারা কোনো ক্ষতি না করে নিরাপদে অজগরটিকে বন বিভাগে পৌঁছে দেন।


উল্লেখ্য, পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় এ ধরনের অজগর দেখা গেলেও জনবসতিপূর্ণ এলাকায় এর উপস্থিতি বিরল।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad