দিরাই-শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি শত বছরের ঐতিহ্যকে বহন করে চলেছে
Post Top Ad

পূজা মন্ডপ পরিদর্শনকালে শিশির মনির

দিরাই-শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি শত বছরের ঐতিহ্যকে বহন করে চলেছে

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

২৯/০৯/২০২৫ ১৫:৪০:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন,পূজা উপলক্ষে মানুষের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হয়। এই মেল বন্ধন অামাদের পারস্পরিক সম্প্রীতি ঘটায়। তাছাড়া,দিরাই-শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি শত বছরের ঐতিহ্যকে বহন করে চলেছে। এখানে হিন্দু-মুসলমানের মেলবন্ধন অটুট রয়েছে এবং এ বন্ধন বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।


তিনি বলেন, “সংখ্যালঘু শব্দের কোনো প্রয়োজন নেই, আমরা সকলে এই দেশের সমান অধিকারভুক্ত নাগরিক। এদেশে যেমন মসজিদে আজান হবে, তেমনি মন্দিরে পূজাও চলবে -এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।”


তিনি সোমবার দূর্গা পূজা উপলক্ষে শাল্লা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে একথা বলেন।  এসময় তিনি নিয়ামতপুর, আনন্দপুর, হবিবপুর, সাউদেরশ্রী, শাসখাই, ডুমরা, মুক্তারপুর, মেঘনাপাড়া ও ঘুঙ্গিয়ার গাঁও কালিমন্দিরসহ ১০টি সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।


এছাড়া দূর্গা পূজা উপলক্ষে মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে শাল্লার বিভিন্ন পূজামণ্ডপে গরিব ও বিধবা নারীদের মধ্যে পাঁচ শতাধিক শাড়ি বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন টিকেন্দ্র দাস, বিশ্বরূপ দাস, তপন সরকার, বাবলু মেম্বার, রথীন্দ্র দাস, তৌহিদ মনির, আমজাদ হোসেন ইমন, সবির মিয়া, রাহাত মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad