শ্রীমঙ্গলে শেভরন পাইপলাইনে অগ্নিকাণ্ডে একই পরিবারের আরও এক জনের মৃত্যু
Post Top Ad

শ্রীমঙ্গলে শেভরন পাইপলাইনে অগ্নিকাণ্ডে একই পরিবারের আরও এক জনের মৃত্যু

প্রথম ডেস্ক

০২/১০/২০২৫ ২৩:৪৫:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শেভরন বাংলাদেশের কনডেনসেট তেলের পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারজানা আক্তার পারভীন (৪০)। এর আগে একই ঘটনায় তার স্বামী বশির মিয়া (৫০) ও ছেলে রেদোয়ান মিয়া (২২) মারা যান। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে উপজেলার ভুনবীর গ্রামের পারিবারিক কবরস্থানে ফারজানার দাফন সম্পন্ন হয়।

স্থানীয় ইউপি সদস্য ছালেক মিয়া জানান, গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের শাসন ইলামপাড়ায় শেভরনের পাইপলাইন ছিদ্র করে দুর্বৃত্তরা তেল চুরির সময় অগ্নিকাণ্ড ঘটে। পাইপলাইন থেকে ছড়িয়ে পড়া কনডেনসেট তেল হাইল হাওরে মিশে এক কিলোমিটার এলাকাজুড়ে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের তিন সদস্য দগ্ধ হন। প্রথমে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারা যান বাবা বশির মিয়া, কয়েক দিনের ব্যবধানে ছেলে রেদোয়ান, আর সর্বশেষ বুধবার সকালে মৃত্যু হয় ফারজানা আক্তারের।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, “একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনায় ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে। যারা এ ঘটনায় জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফায়ার সার্ভিস জানায়, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন ওই পরিবারের সদস্যরা।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad