লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা
Post Top Ad

ভোগান্তিতে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা

প্রথম ডেস্ক

০৪/১০/২০২৫ ১৩:২৭:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কথা বলে বন বিভাগ হঠাৎ করেই গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই এ নিষেধাজ্ঞা কার্যকর করায় বিপাকে পড়েছেন দেশি-বিদেশি পর্যটকরা।

পর্যটক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগে উদ্যানে প্রবেশদ্বারের কাছেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল। কিন্তু ১ অক্টোবর থেকে আকস্মিকভাবে ওই পার্কিং সুবিধা বন্ধ করে দেওয়া হয়। ফলে এখন পর্যটকদের নিজেদের গাড়ি কিংবা ভাড়া করা পরিবহন উদ্যানে প্রবেশদ্বার থেকে বেশ দূরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুপাশে পার্ক করতে হচ্ছে। এতে অনেকে বিড়ম্বনায় পড়ছেন, এমনকি কয়েকজন পর্যটক পার্কিংয়ের জায়গা না পেয়ে ফিরে গেছেন।

পর্যটকদের অভিযোগ, টিকিট কেটে উদ্যানে প্রবেশ করার পরও গাড়ি পার্কিংয়ের সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এতে দীর্ঘপথ হেঁটে আসতে হচ্ছে পরিবার-পরিজনসহ, যা বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, সম্প্রতি বন বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারের পাশে “I Love Komolganj” লেখা একটি ফলক স্থাপন করেছে। সেই স্থানে পূর্বে পর্যটকদের গাড়ি রাখার জায়গা ছিল। ফলক স্থাপনের পর থেকে কর্তৃপক্ষ পার্কিং নিষিদ্ধ করে দেয়।

এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশেই উদ্যানে গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে।”

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, “আপাতত লাউয়াছড়ায় গাড়ি পার্কিং বন্ধ রাখা হয়েছে। তবে পর্যটকদের যেন ভোগান্তিতে না পড়তে হয়, সে বিষয়ে পুনরায় আলোচনা চলছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad