বাঙালির রাজকীরিট রবীন্দ্রনাথ

আমি হিন্দু-মুসলিম বুঝি না। তবে আমি একজন মোহাম্মদি খাঁটি মুসলিম। রবীন্দ্রনাথ ও হাসন রাজা দুজনেই জমিদার ও কবি। তবে আমি তুলনামূলক পাঠে আদর্শ মহামানব জমিদার হিসেবে রবীন্দ্রনাথকে অধিকতর পছন্দ করি ও ভালোবাসি। উল্লেখ্য যে, কবিগুরুর জমিদারি হাসন রাজার জমিদারির চেয়ে কয়েক হাজার গুণ বেশি।
হাসন রাজা কিন্তু বংশগতভাবে বীরত্বপূর্ণ রাজবংশের রক্তের উত্তরাধিকারী। এজন্যই আমি তাঁর প্রতি একটু দুর্বল, তাছাড়াও দুর্বলতার আরেকটি কারণ হলো-- তাঁর কয়েকটি গান যেগুলো স্বয়ং কবিগুরু পছন্দ করতেন, সেগুলো আমিও পছন্দ করি। অনেকেই হয়তো জানেন না যে, হাসন রাজার কয়েকটি মরমিবাদী গীতিকবিতা পড়ে মুগ্ধ হয়ে তাঁকে আলোর সম্মুখে নিয়ে আসেন কবিগুরু রবীন্দ্রনাথই।
মোটকথা, যেখানে হাসন রাজার প্রতি আমার দুর্বলতা মাত্র ৫%, সেখানে রবীন্দ্রনাথের প্রতি আমার দুর্বলতা ১০০+%। এর ব্যাখ্যায় নিচে এ নিয়ে কথা বলছি :
অবশ্যই মুসলিম গীতিকবি হাসন রাজা ছিলেন জমিদার। তবে জীবনের বেশিরভাগ সময় তিনি ছিলেন লম্পট ও অত্যাচারী। সারাদিনই পড়ে থাকতেন মদ ও নর্তকী নিয়ে। এই বিপথগামী মুসলিম জমিদারটিকে সুপথে আনার জন্য তাঁর মা নর্তকীর ছদ্মবেশে তাঁর লীলাঘরে প্রবেশ করেন। নিজের মাকে নর্তকীর পোশাকে দেখে হুঁশ ফেরে হাছন রাজার; অতঃপর তিনি শুধরে যান।
অপরদিকে, গুরুদেব রবীন্দ্রনাথও ছিলেন জমিদার, কিন্তু তাঁর কোনো নারী-ঘটিত কেলেঙ্কারি ছিল না। প্রথম থেকেই তিনি ঋষিসুলভ জীবন যাপন করতেন। হাসন রাজার চেয়ে কয়েক হাজার গুণ বেশি জমিদারি থাকা সত্ত্বেও হাসন রাজার মতো প্রজাদের উপর কোনো অত্যাচারও রবীন্দ্রনাথ করেননি। তিনি নওগাঁতে তিনটি বিদ্যালয় নির্মাণ করেন, এবং নোবেল পুরস্কারের টাকা দিয়ে পূর্ব বাংলার মানুষের জন্য একটি কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই ব্যাংক ও পল্লীউন্নয়নে কবিগুরুর ভূমিকা নিয়ে ২০০৭ খ্রিস্টাব্দে আমার গ্রন্থ "কৃষি ব্যাংকের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ" প্রকাশিত হয় যা বঙ্গভারতের সুধীমহলে যারপরনাই প্রশংসিত হয়।
রবীন্দ্রনাথকে যেভাবে জমিদার বলে মুসলিমরা খোঁটা দেয়, এমন কোনো মুসলিমকে দেখেছেন কি, যে হাছন রাজাকে জমিদার বলে খোঁটা দেয়? এই বাংলায় শত শত প্রজা-নিপীড়ক মুসলিম জমিদার ছিল, তাদের নিয়ে কোনো মুসলিম কি সমালোচনা করে?
রবীন্দ্রনাথের মতো মহাপুরুষের নামে যে শত শত গুজব ছড়ানো হয়, তার একটাই কারণ—মুসলিমরা যে ধর্মে বিশ্বাসী, তিনি (রবীন্দ্রনাথ) সে ধর্মে বিশ্বাসী নন। মুসলিম মৌলবাদীরা জানে, বাঙালি জাতিসত্তার সবচেয়ে শক্তিশালী স্তম্ভ রবীন্দ্রনাথ। এই স্তম্ভকে ধ্বংস করতে না পারলে, এই বঙ্গে পাকিস্তানপন্থী সাম্প্রদায়িক গোঁড়া মুসলিমদের তথাকথিত জঙ্গিবাদী শরিয়া আন্দোলন কখনোই উঠে দাঁড়াবে না। তাই রবীন্দ্রনাথই হলেন তথাকথিত পাকিপন্থী "সহী মুসলিমদের" প্রধান শত্রু আর গোটা বাঙালি জাতিসত্তার রাজকীরিট।
সূত্র : পল্লীউন্নয়নে রবীন্দ্রনাথ, ড. আতিউর রহমান
(লেখাটি সিলটিজ গ্রুপ থেকে সংগৃহিত)
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: