শতবছরের ঐতিহ্য
কালের স্বাক্ষী শ্রীমঙ্গলের কালীঘাট পোস্ট অফিস

১০০ বছর পার হয়ে গেল শ্রীমঙ্গলের কালীঘাট পোস্ট অফিসের। ১৯২৩ সালে শ্রীমঙ্গল উপজেলার জেমস ফিনলে চা কোম্পানির কালীঘাট চা-বাগানে এই পোস্ট অফিসটি প্রতিষ্ঠা করা হয়। যার নাম দেওয়া হয় ‘কালীঘাট পোস্ট অফিস।
এটিই চা শিল্পাঞ্চলের প্রথম পোস্ট অফিস। সেই সময় এ অঞ্চলের চা বাগানের মালিক ছিল ব্রিটিশ কোম্পানি। বাগান ব্যবস্থাপনায়ও ছিলেন ব্রিটিশরা। তারা থাকতেন চা-বাগানের বাংলোতে। সেসময় চা বাগানে শ্রমিকের প্রয়োজন দেখা দিলে ভারতের বিভিন্ন রাজ্য থেকে শ্রমিক আনা হয়েছিল। তখন এ অঞ্চল ছিল ত্রিপুরা রাজার অধীনে। সেই সময় এই পোস্ট অফিসটি ছিল চা বাগানে পত্র যোগাযোগের একমাত্র মাধ্যম। এখন চিঠির প্রয়োজন ফুরিয়েছে, চিঠির স্থান এখন দখল করেছে ই-মেইল, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমগুলো। কিন্তু চিঠির আবেদন বরাবরই যেন প্রিয়জনের স্পর্শের সাথে সম্পৃক্ত।
তবে, চা-শিল্পাঞ্চলের প্রথম পোস্ট অফিস হিসেবে কালীঘাট পোস্ট অফিসের আলাদা এক মর্যাদা রয়েছে। শতবর্ষের ঐতিহ্য নিয়ে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: