‘সিলেটের ইতিহাস’ ও ‘বিলাতে বাঙালি অভিবাসন’
Post Top Ad

লেখক ফারুক আহমদের

‘সিলেটের ইতিহাস’ ও ‘বিলাতে বাঙালি অভিবাসন’

প্রথম ডেস্ক

০৮/০৬/২০২৫ ০৮:১১:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের সাথে বাংলা ও আসামের সাংস্কৃতিক বন্ধন গভীর, জটিল ও বিচিত্র। ঐতিহ্যিকভাবে সিলেট কি বাংলাদেশের অংশ, নাকি আসামের? সিলেটের ভাষা কি বাংলা, অসমিয়া না কি সিলেটি?  ১৯২৭ সালে আসাম পার্লামেন্টে বাংলা ভাষা নিয়ে আন্দোলনে সিলেটের প্রতিনিধিদের ভূমিকা কি ছিলো?   


সিলেটের বর্তমানের ওপর সিলেটের অতীতের রয়েছে বিশাল ভূমিকা। ১৯৪৭ সালে গণভোটে সিলেট যেভাবে যুক্ত হয়েছিলো পূর্ববাংলার সাথে, ভারতভাগের ইতিহাসে তা অন্য যে কোন অঞ্চলের চাইতে অনেক বেশি ঘটনাবহুল ছিল। অথচ এই সময়ের সিলেটের রাজনীতি, সমাজ, সংস্কৃতিবিষয়ক কোনো গভীর গবেষণা হয়নি।


কেন সিলেটের ভূমিব্যবস্থা পূর্ববাংলা এবং আসামের চাইতে আলাদা? বিলাতে সিলেটিদের অভিগমন কিভাবে শুরু হলো? বৃটিশ বিরোধী আন্দোলনে সিলেটের ঐতিহ্য কি ছিলো?


বাংলাদেশের ইতিহাসের বৈচিত্র বুঝতে, এবং সিলেটের স্বাতন্ত্র ও অনন্যতা উপলব্ধি করতে "সিলেটের ইতিহাস" বইটি বিকল্পহীন। লেখকের গবেষণামূলক গ্রন্থ "বিলাতে বাঙালি অভিবাসন" ইতিমধ্যেই সকলের মাঝে উচ্চ প্রশংসা পেয়েছে। তার সর্বশেষ গ্রন্থ "সিলেটের ইতিহাস"-এ ফারুক আহমেদ গবেষক হিসেবে তার শ্রম ও একাগ্রতার ধারা অব্যাহত রেখেছেন। 


লন্ডনে এত বিশাল সিলেটি জনগোষ্ঠী কীভাবে তৈরি হলো? কারা ছিলেন লস্কর নামে পরিচিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাল তোলা জাহাজের সেই নাবিকেরা? বিলাতে বাঙালির অভিবাসনের শুরুটাই যথেষ্ট রোমাঞ্চকর। কিন্তু সময় যতই গড়িয়েছে, অভিবাসনকে কেন্দ্র করে ঘটনার ঘনঘটা ক্রমাগতই বেড়েছে।   


লেখক ফারুক আহমদ বিগত প্রায় তিন দশক থেকে বিলাতের বাঙালিদের ওপর গবেষণা করে আসছেন। বিলাতের বাঙালির অভিবাসনের অনালোচিত ও বিস্মৃত-প্রায় চারশ বছরের ইতিহাস নিয়ে এই কাজটি তিনি বহু বছরের পরিশ্রমে সম্পন্ন করেছেন।   


সিলেটের ইতিহাস বইটি সম্পর্কে বিভিন্ন গণমান্য ব্যক্তিদের মতামত ইমেজ আকারে যুক্ত করা হলো।  

অর্ডার করতে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে।  

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad