৫ মাসে ৫০০ বিবাহিত নারী নিখোঁজ
Post Top Ad

৫ মাসে ৫০০ বিবাহিত নারী নিখোঁজ

প্রথম ডেস্ক

১৫/০৭/২০২৫ ২২:০৫:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গেল ৫ মাসে নিখোঁজ হয়েছেন অন্তত ৫০০ বিবাহিত নারী। ঘটনার তদন্তে পুলিশ বলছে নারী নিখোঁজের নেপথ্যে অনলাইন মাধ্যমে গড়ে ওঠা পরকীয়া। ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো 'অন্ধকার পালানোর পথ' হিসেবে কাজ করছে।


ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বারাসাত থানার অধীন এলাকায়।  


নিখোঁজ নারীরা অনেক সময় ছোট ছোট সন্তান ও সংসার ছেড়ে গোপনে চলে যান, নতুন সম্পর্ক গড়ে তোলেন অন্য কারো সাথে। উদ্ধার হওয়ার পর তারা নিজেরা বলছেন, 'আমরা প্রাপ্তবয়স্ক, নিজের জীবন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের রয়েছে।' এই অবস্থায় পুলিশ 'স্বেচ্ছায় পালানো'কে আইনগতভাবে বাধাগ্রস্ত করতে পারছে না।


বিশেষজ্ঞেরা বলছেন, নারী নিখোঁজের পেছনে রয়েছে দাম্পত্য বিষন্নতা, একাকীত্ব, পারিবারিক দূরত্ব। এগুলো গৃহবধূদের জন্য অনলাইনে একটি বিকল্প পথ তৈরি করছে। সামাজিক মাধ্যমে এই ফেনোমেননের ব্যাপকতা ভাইরাল হওয়ায়, স্থানীয় স্তরে বিষয়টি নিয়ে পুলিশ এবং প্রশাসন সতর্ক ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad